বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ তৎসংলগ্ন এলাকায় জেলা ছাত্রলীগের কর্মীরা নিজ হাতে শতাধিক ফলজ, ঔষধি ও বনজ চারা রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফাহিম আজাদ, রমজান, জেবিন, বিশু, তাফসির, মুন্না, সাবু, মিনহাজ, খায়রুল, লাভলু প্রমুখ। পরিবেশ রক্ষায় ছাত্রলীগ সবসময় অগ্রণি ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন