ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিয়ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা সভাপতিত্ব করেন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার।
তামাকের কুফল বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
আরও বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন প্রমুখ। কর্মশালায় তামাকের কুফল বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার তামাক নিয়ন্ত্রণ আইনটিকে মাঠ পর্যায়ে আরো জোরদারের পাশাপাশি আইনটি আরো কঠোর করার জন্যে সরকারের চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন। তিনি ধুমপানের কুফল বিষয়ে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানোসহ আইনটি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার অভিমত ব্যক্ত করেন। দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই