ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নসিমন উল্টে আইয়ুব আলী (৫৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের স্পিড ব্রেকারে (গতিরোধক) এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজার গ্রামের মৃত সুন্নাত বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় ওই ইউনিয়নের দাদপুর গ্রামের নসিমন চালক সাজ্জাদ বিশ্বাস সামান্য আহত হয়ে পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী আইয়ুব আলী নসিমনযোগে বাগেরহাট জেলা থেকে ড্রামভর্তি মাছ নিয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক দিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়পাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে দেওয়া স্পিড ব্রেকারে (গতিরোধ) ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়। আর নসিমন চালক সামান্য আহত হয়ে, নসিমন রেখে পালিয়ে যাস। পরে আইয়ুব আলীর স্বজনরা খবর পেয়ে, লাশটি দাদপুরের চিতার বাজার গ্রামের বাড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, নসিমন উল্টে একজন নিহতের ঘটনা পুলিশের জানা নেই। এ বিষয় নিয়ে থানায়ও কেউ আসেনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ