বগুড়ায় এবার আল বিরুনী শিপুল (৩০) নামে এক কথিত ফেসবুক সাংবাদিককে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার মথুরা গ্রামের মুজিবুর রহমানের পুত্র শিপুলকে মহাস্থানহাট এলাকায় আটক করে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এক পর্যায়ে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু শিপুল সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আল বিরুনী শিপুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে নিজেকে ফেসবুক সাংবাদিক পরিচয় দিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন