কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। ওইব্যক্তির নাম তাহের আলী (৪৫)। তিনি রংপুর জেলার মডার্ন পার্কের মোড় এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যোর আগে পল্লীবিদ্যুত অফিসের সামনে তার নিজ বাড়িতে জেলা সদরের ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির একজন ড্রাইভার হিসেবে চাকুরীতে নিয়োজিত ছিলেন।
এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎসূত্রে জানা যায়, তাহের ড্রাইভার নিজ বাড়ির ঘরের উপর বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতেছিলেন। এ সময় নিজের অজান্তে তিনি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ওই ঘরের ওপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে বাসার লোকজন তার মরদেহ সেখান থেকে নিচে নামান। এ ব্যাপারে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন