নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে মাসুদ আলম (৩৩) নামে একজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের দুটি মোবাইল ফোন ও জুয়া খেলার ৪৩ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়। রবিবার দুপুর ৩টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার আসামি অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে সরকারি অননুমোদিত ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে
নিয়মিত অনলাইনে জুয়া খেলে আসছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে www.betbuzz365.bet নামক অনলাইন
জুয়ার সাইটে ইউজার আইডি খুলে বেটিং সাইটের এজেন্ট এর নিকট থেকে বিভিন্ন সময়ে সরকারি অনুমোদনহীন ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার ও পিবিউ কারেন্সী ক্রয় করে এবং ওই বেটিং সাইটে ডিপোজিট করে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে আসছে।
আসামির নিকট থেকে জব্দকৃত মোবাইলের গ্যালারীর স্ক্রীনশট ফোল্ডার পর্যালোচনা করে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/আল আমীন