১৪ জুন, ২০২১ ২২:২১

রাজশাহীতে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহীর মোহনপুরে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম মো. গিফারিক (১১)। সে মোহনপুর উপজেলা সদর মোহনপুর গ্রামের আজিজুল ইসলামের  ছেলে। সে স্থানীয় এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সুতার পরিবর্তে পাতলা গুনা (স্টিল) তার দিয়ে ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িটি ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এ মর্মান্তিত দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর