১৭ জুন, ২০২১ ১৯:৪১

বালিয়াডাঙ্গীতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বালিয়াডাঙ্গীতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আয়োজনে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পরিষদ কমপ্লেক্স ভবনে স্বাস্থ্য বিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আকরাম আলীর সভাপতিত্বে ব্র্যাকের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড সার্ভিসের জেলা ব্যবস্থাপক অ্যাড. রিপন কুমার সাহা, সিনিয়র এইচআরএল এস অফিসার মুতাসিম বিল্লাহ, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বড়বাড়ী ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার দবিরুল ইসলাম, ইউপি সচিব চন্দনা রানী, ইউপি সদস্য রজব আলী, জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় লোকাল কমিউনিটি লিডারগণ মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার প্রদান করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর