২০ জুন, ২০২১ ১৫:৫৩

বরগুনার ১৭৯ পরিবার পেল ঘর

বরগুনা প্রতিনিধি

বরগুনার ১৭৯ পরিবার পেল ঘর

বরগুনার ১৭৯ পরিবার পেয়েছে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বসতঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল আজ সাড়ে দশটার দিকে আনুষ্ঠানিকভাবে ঘর প্রদান কাজ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।

বরগুনা সদর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন। 

মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে আজ ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গ্রহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। প্রত্যেক পরিবার পেয়েছে ২ শতক জমিসহ একটি সেমিপাকা ঘর। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর