কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ সালমান শাহ গ্রুপের সদস্য মোহাম্মদ শাহকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ শাহ একই ক্যাম্পের সি-ব্লকের, শেড ৯৪৯/২, এমআরসি নম্বর ৬০০৬৭ এর বাসিন্দা মো. হারুনের ছেলে।
এপিবিএনের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরণার্থী ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ শাহকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন