২১ জুন, ২০২১ ২০:৩৭
৬ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের জয়

পাপুলের আসনে এমপি হলেন আওয়ামী লীগের নয়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

পাপুলের আসনে এমপি হলেন আওয়ামী লীগের নয়ন

নুর উদ্দিন চৌধুরী নয়ন। ফাইল ছবি

পাপুলকাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সোমবার (২১ জুন) ভোট গণনা শেষে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন বলে জানা যায়। এ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন। তিনি ভোট পান ১ হাজার ৮৮৬ ভোট।

এদিকে রামগতি ও কমলনগরের ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিজয়ী হন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা নবনির্বাচিত এমপিসহ বিজয়ীদের অভিনন্দন জানান। নির্বাচনী এলাকাগুলোতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ হয়।

রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তাদের তথ্যমতে ইউপি চেয়ারম্যান হলেন যারা- কমলনগরের চরফলকনে জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ বাঘা, তোরাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাসেল, হাজীর হাটে আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, রামগতির চর রমিজে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজাহিদুল ইসলাম, চর পোড়া গাছায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, চর বাদামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দিন। 
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর