জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্য এ্যাডভোকেট পারভীর কাউসার মুন্নিকে নোয়াখালীতে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নে আজ দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই সংবর্ধনার আয়োজন করে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সুপ্রিম কোর্টের আইনজীবী নূরুল আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন