বরগুনায় ২০২০-২১ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সুফলভোগী জেলেদের পরিবারের মাঝে গবাদিপশু (গরু) বিতরণ করা হয়।
গবাদী পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিনের সভাপতিত্বে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার সকাল ১২ টায় ২৫ টি জেলে পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৫ টি বকনা-বাচুর (গরু) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন