নাটোরে নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র উমা চৌধুরী। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান পৌর মেয়র।
তিনি আরো জানান, বিশ্ব মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে নাটোর পৌরসভায় লকডাউন চলছে। চলমান লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পড়া রেন্ট এ কার এর ড্রাইভার, শ্রমিক,রেল কুলি ও ১,২,৩ নং ওয়ার্ডের সকল দুঃস্থ ৪০০জন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল