রাজশাহীর বাগমারা উপজেলায় দুই বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর বাবা পাশেই শুয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা সোহেল রানাকে (২৯) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদেরও দাবি, সোহেল তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন।
নিহত শিশুটির নাম মিনহাজ হোসেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহেল রানা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী। সোহেলের স্ত্রী চম্পা খাতুন বাক প্রতিবন্ধী।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরের খাবার শেষে ঘরে শিশু মিনহাজকে ঘুমিয়ে রেখে তার মা চম্পা খাতুন বাড়ির বাইরে যান। এ সময় মিনহাজের সঙ্গে তার বাবা সোহেল রানাও ঘুমিয়ে ছিলেন। বিকালে চম্পা খাতুন রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সোহেল রানা ঘর থেকে বের হয়ে স্ত্রীকে রান্নায় সহায়তা করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিনহাজ ঘুম থেকে না জাগলে চম্পা তাকে জাগাতে ঘরে যান। ছেলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দেখেন মিনহাজ মারা গেছে।
এ ঘটনায় সোহেল রানার অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সোহেলকে আটকে করে পুলিশে সোপর্দ করা হয়। চম্পা খাতুন ইশারা-ইঙ্গিতে জানান, তার স্বামী সোহেল রানাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ক্ষোভে ছেলেকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পর ছেলের পাশেই ঘুমিয়ে ছিলেন তিনি। তবে কী কারণে হত্যা করেছেন, তা বলেননি। এ বিষয়ে পুলিশ তদন্ত করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর