বগুড়ার শিবগঞ্জে ইয়াবা সেবনকালে জাকির হোসেন খোকন (৪৫) নামের এক স্কুলশিক্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শিবগঞ্জ থানার ধাওয়াগী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন খোকন ধাওয়াগীর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং একই গ্রামের মৃত আরাব হোসেনের ছেলে।
জানা গেছে, শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়াগী গ্রামে ইয়াবা সেবনকালে জাকির হোসেন খোকন ও তার সহযোগী শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুজন ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন