নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষরা। গুরুতর জখম কোহিনুর বেগম (৪৮) এবং জবান আলীকে (৫২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জবান আলী ও তার স্ত্রী কোহিনুর বেগম তাদের জমির সামনে বাঁশের বানা দিয়ে বেড়া দেওয়ার প্রস্তুতি নেয়। যেন বৃষ্টির পানির সাথে তাদের জমিতে কচুরি পানা না যায়। এজন্য সকালে থেকে তারা বানা দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিল। এসময় নাজিম ও তার স্ত্রী সফুরা বেগম বানা দিতে নিষেধ করলে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়।
এক পর্যায়ে নাজিম উদ্দিন ও তার স্ত্রী মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোহিনুর বেগম ও তার স্বামী জবান আলীকে কুপিয়ে জখম করেন। পরে আত্বীয় স্বজনরা তাদের উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন