নাটোর শহরের স্টেশন এলাকা থেকে মনিরুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মনিরুল গুরুদাসপুর উপজেলার বি পাথুরিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, মনিরুল দীর্ঘদিন থেকে গ্যাস্টিক রোগে ভুগছিল। গতকাল শুক্রবার (২ জুলাই) কানাইখালি এলাকার বেসরকারি একটা হাসপাতালে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে সে ভর্তি হয়।
তিনি আরও জানান, পরে আজ শনিবার সকালে হাঁটতে বের হয়ে শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে হাসপাতালে ফিরে আসতে গিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত