মুন্সীগঞ্জ সদর উপজেলায় লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার জোগাড় করে দিতে না পারায় দ্বীন ইসলাম (২৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে সদর উপজেলা চর মুক্তারপুরে দ্বীন ইসলামের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এই সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়েত আলী দেওয়ান, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা ডালিম, বিএনপি নেতা মানিক ও জেলা শাখার স্বেচ্ছাসেবকের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ।
উল্লেখ্য, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার জোগাড় করতে না পেরে দ্বীন ইসলাম রবিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত দ্বীন ইসলাম বরিশালের কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর ভাড়া বাসায় থাকতেন।
বিডি প্রতিদিন/এমআই