নোয়াখালী পৌরসভা এলাকার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নোয়াখালী পৌরসভা ভবন চত্বরে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন
গত বছর করোনার শুরু থেকে চলতি বছরের প্রত্যেকটি লকডাউনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌর এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার এ দুই দিনে সাড়ে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন