নীলফামারীর জলঢাকা উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন উদ্যোগে ৬০০ শত হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক।
এ সময় সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রনজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সহসভাপতি শাহ আলম চৌধুরী স্বাধীন, ইকামা সংঘের সভাপতি হাফেজ মাওলানা জিকরুল ইসলাম সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ মাজেদুল ইসলাম মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক বলেন,পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নের ১২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ চলবে।
বিডি প্রতিদিন/আল আমীন