শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া চর এলাকায় নদী ভাঙন ও করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার বেলা ১১টার দিকে এডহক সিএসসি এর প্রধান মেজর জেনারেল এফএম জাহিদ হোসেনের নির্দেশনায় এবং ইএসএসটি (পিএমবিপি) পক্ষ থেকে ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ১৫০টি পরিবারের মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা প্রদান করেন।
খাদ্য সামগ্রী বিতরণ করেন ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ২৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আফজাল হোসেন, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, ১৯ বীর এর লে. কর্নেল মো. আরিফুর রহমান।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ৪ কেজি আটা, এক কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, এক প্যাকেট সেমাই।
বিডি প্রতিদিন/আবু জাফর