নাটোরে ৪ জন গণমাধ্যম কর্মীর মাঝে বাংলাদেশ সাংবদিক কল্যাণ ট্রাষ্টের অনুদান বিতরণ করা হয়েছে। আজ সকালে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার এবং সিনিয়র সাংবাদিক নবিউর রহমান পিপলু। এবার ৫০ হাজার টাকার অনুদান পেয়েছেন বাংলাদেশ সময় পত্রিকর সূফি মো. সান্টু, সমকালের নবিউর রহমান পিপলু, চ্যানেল-২৪ এর নাটোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার এবং প্রয়াত মাহফুজ আলম মনির স্ত্রী দুই লাখ টাকা।
বিডি প্রতিদিন/আল আমীন