মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে “মহান আমেরিকান বীর” ও “শহীদ” বলে আখ্যায়িত করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে প্রায় এক লাখ শোকসন্তপ্ত মানুষের সামনে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন ট্রাম্প। এতে অংশ নেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও, যার মধ্যে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন। সবাই কার্কের রাজনৈতিক উত্তরাধিকার ও অবদানের প্রশংসা করেন। ১০ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৩০ বছর বয়সী এ কর্মী।
ট্রাম্প বলেন, “সে (চার্লি কার্ক) হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারণ সে সাহসীভাবে বেঁচেছিল, দৃঢ়ভাবে কথা বলেছিল এবং অসাধারণভাবে যুক্তি উপস্থাপন করেছিল।
কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তব্য দেন এবং জানান যে তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন।
তিনি বলেন, “আমার স্বামী তরুণদের রক্ষা করতে চাইতেন, এমনকি যেই যুবক তার জীবন কেড়ে নিয়েছে তাকেও। আমি তাকে ক্ষমা করেছি, কারণ সেটাই খ্রিস্টের শিক্ষা। ঘৃণার জবাব ঘৃণা নয়।
স্মরণসভায় যোগ দিতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। অনেকে আগের রাত থেকেই শিবির গেড়ে রেখেছিলেন জায়গা নিশ্চিত করতে। দর্শকদের অনেকেই লাল টুপি, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) ব্র্যান্ডের পোশাক ও যুক্তরাষ্ট্রের পতাকার রঙে সাজসজ্জা করে এসেছিলেন।
খ্রিস্টান সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সংগীতের সঙ্গে গলা মিলিয়ে গাইতে থাকেন দর্শকরা, অনেকে প্রার্থনায় অংশ নেন। পুরো স্টেডিয়ামে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম