নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ট্রাক চাপায় অপর আরেক ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম রনি হাসান (২৪)। তিনি যশোর চৌগাছা ভাটপাড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আজ শনিবার ভোরে যশোর থেকে বনপাড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাক আকস্মিক বিকল হলে চালক রনি তা মেরামত করতে নীচে নামে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লং ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ লং ট্রাকটি আটক করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর