চাঁদপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রিকশাচালক আবুল খায়ের ওরফে আবুল মিয়া (৬৫) কে নতুন গৃহ নির্মাণ করে দিল জেলা আওয়ামী লীগ। বহু বছর যাবৎ আবুল মিয়া তার ভাঙা ঘরে বৃদ্ধা মা’কে নিয়ে বসবাস করতেন।
শনিবার দুপুরে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহির হোসেন পাটওয়ারীর সঞ্চলনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সম্পাদক এড. জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক কে.এম সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদ উল্যাহ মাষ্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুর রহমান গাজী, বাদল গাজী প্রমূখ।
ঘর হস্তান্তর শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন