মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ১৫টি ফেরি ও ৮২টি লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ভোগান্তি কমেছে যাত্রীদের। যাত্রীবাহী যানবাহনের তুলনায় বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ। সোমবার দুপুরের পর থেকে শিমুলিয়া ফেরিঘাটে এসব দৃশ্য দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোটবড় ৫ শতাধিক যানবাহন। তবে দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৮২টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আজ দুপুরের পর থেকে হঠাৎ করে ঘরমুখী অতিরিক্ত যাত্রীর চাপ শুরু হয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় যাত্রী ভোগান্তি কমেছে।
বিডি প্রতিদিন/এমআই