ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ফুলপুরস্থ বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের মাঝে ঈদের দিন বিকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোরবানির এসব মাংস উপহার হিসেবে বিতরণ করা হয়।
মাংস বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, গণপূর্ত প্রতিমন্ত্রীর প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই