টাঙ্গাইলের সখীপুরে বিনোদন কেন্দ্রের পর্যটক, পথচারী ও বিভিন্ন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বহেড়াতৈল বিনোদন কেন্দ্র ও সখীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা- মীম তাবাসসুম প্রভা। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া।
আদালত সূত্রে জানা যায়, চলমান লকডাউন অমান্য করে বিনোদন কেন্দ্র বেড়াতে আসা জনসাধারণ ও উপজেলার বিভিন্ন বাজারের দোকনিসহ পথচারীদের জরিমানা করা হয়। পৃথকভাবে দুটি ভ্রামমাণ আদালতে ৫৫ টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, লকডাউন অমান্য করার অপরাধে পৃথকভাবে ৫৫টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        