২৫ জুলাই, ২০২১ ১৮:৩৩

গৌরীপুরে করোনা ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম

ময়মনসিংহ প্রতিনিধি:

গৌরীপুরে করোনা ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম

স্মার্ট মোবাইল ফোন পরিচালনায় দক্ষতা না থাকায় ও রেজিস্ট্রেশন জটিলতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অধিকাংশ মানুষের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহনে অনিহা দেখা দিয়েছে। তাই মানুষকে করোনা প্রতিরোধে টিকা গ্রহনে উদ্বুদ্ধ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ফ্রি ভ্যাকসিন কাযক্রম শুরু হয়েছে। 
রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা তানজীর আহমেদ রাজীবের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়নে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি। 
সমন্বয়ক ইমতিয়াজ সুলতান জনি জানান, প্রথম তিনদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে মানুষকে এ সেবা দেয়া হবে। পরবর্তীতে নুরুল আমিন খান সড়ক এলাকায় বন্ধন লাইব্রেরীতে এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, প্রথমদিন দুই’শ মানুষের রেজিস্ট্রেশন করা হয়েছে। করোনা টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় সাংসদের দিক নির্দেশনায় বিনামূল্যে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর