কক্সবাজারের ঈদগাঁওয়ে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজদের মধ্যে ঈদগাঁওয়ের দরগাহ পাড়া শাহজাহানের ছেলে মোহাম্মদ ফারুক (২২) রয়েছে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা ১৫ বছর বয়সী কিশোর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ১২টার দিকে ঈদগাঁওয়ের দরগাহ পাড়া খালে মাছ শিকারের সময় তারা ভেসে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত