পাট চাষে লাভের মুখ দেখতে শুরু করেছেন যশোরের শার্শার কৃষকরা। গত বছর পাটের বাম্পার ফলন আর আশানুরূপ দাম পাওয়ায় খুশি পাট চাষিরা। এ কারণে চলতি বছর কৃষকরা বেশি জমিতে পাট চাষ করেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
গেল বছর পাট চাষে লাভবান হয়েছেন কৃষকরা। তারা মনে করেন পাটের দাম বাড়তি থাকলে সোনালী আঁশের সুদিন ফিরে আসবে।
উপজেলা কৃষি অধিদফতরের হিসাব মতে, চলতি বছর উপজেলায় চার হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গতবার ছিল চার হাজার হেক্টর জমি। ভারত সীমান্ত এলাকায় শার্শার অবস্থান হওয়ায় এখানে ভারতীয় বিভিন্ন প্রজাতের পাটের চাষ বেশি হয়। উচ্চ ফলনশীল (উফশী) তোষাপাট-৮ (রবি-১) এর চাষও কমবেশি করেছেন চাষিরা। এ বছর আগাম বর্ষার কারণে পাটের আবাদ ভালো হবে আশা করা হচ্ছে।
কথা হয় উপজেলার ঘীবা গ্রামের মফিজুর রহমানের সাথে। তিনি এ বছর ৯ বিঘা জমিতে পাট চাষ করেছেন। গত বছর ৫ বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন তিনি। এক যুগ পর গতবার পাট চাষিরা দাম বেশি পেয়েছিলেন বলে দাবি করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার জানান, এ বছর আবহাওয়া পাট চাষের অনুকূলে। আগাম বৃষ্টিতে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। আর কৃষি বিভাগের তৎপরতায় চলতি বছর পাট চাষে তেমন কোনো সমস্যাও হয়নি। পাটের দামও কৃষক আশানুরূপ পাবেন বলে আশা করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন