মাদারীপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলা আওয়ামী লীগের উদ্যোগে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এসব সামগ্রী তুলে দেন সিভিল সার্জন মো. সফিকুল ইসলামের হাতে।
এসময় উপস্থিত ছিলেন বিএমএ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. আ. বারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাদ মুন্সি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত হোসেন উজ্জল, প্রচার সম্পাদক বাবু শরীফ, মাদারীপুর সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা শাখার সদস্য হোমায়রা লতিফ পান্নাসহ আওয়ামী লীগের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই