শুক্রবার বেলা ২টায় বগুড়ার সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামে বাঙালি নদীতে নদী শাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি স্পীড বোটে করে প্রকল্পটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ্ আল ফায়াজ, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রহমান তাছকিয়া, শফিকুল আলম, সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক।
বিডি প্রতিদিন/আল আমীন