পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে খাগড়াছড়িতে জশনে জুলুস বের করা হয়। শনিবার সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এ জুলুসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
উদ্বোধনী জশনে জুলুসের আয়োজনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ারুল কবির, সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রাজা, মাওলানা সালাউদ্দিন, মোহাম্মদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাসূল সাল্লাহু ওয়ালেহে ওয়াসালামের উপর নাতে রসূল কেরাত পরিবেশন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। একই সাথে ইসলামের নানা পতাকা হাতে নিয়ে জেলা গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকতের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে ধর্মপ্রাণ ইসলাম ও রসুল প্রেমিক বিভিন্ন ব্যানারে জুলুসে অংশ নেন।
জশনে জুলুসের শেষে ঈদগাহ মাঠে এসে মোনাজাতের কেয়াম মিলাদের মধ্য দিয়ে জুলুসের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী। পুরো জশনে জুলসে শরবত বিতরণ করেন আরণ্য ভ্যাকসিনের পক্ষ থেকে।
এদিকে, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই