বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘দুর্নীতি, ভুলনীতি ও উদাসীনতার কারণে সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতায় করোনার সংক্রমণ বাড়ছে। চিকিৎসার সঙ্কট সৃষ্টি হয়েছে। ভ্যাকসিন আসছে না, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। করোনার ভয়াবহতায় শহর-গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে।’
আজ ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় করোনা হেল্প সেলে বিএনপির ওষুধ, সুরক্ষা সামগ্রী হস্তান্তর ছাড়াও করোনা রোগীদের বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন প্রদানকালে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি না করার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করে তিনি অবিলম্বে অক্সিজেন, আইসিইউ সুবিধাসহ ফিল্ড হাসপাতাল বা অন্য কোন হাসপাতালে বিকল্প চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আবদুল আজিজ খান এবং ধোবাউড়া বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন খান, আবদুল কুদ্দুস, আবুল কাশেম ডলার, আমিনুল ইসলাম, মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট ও ধোবাউড়া বাজারে সচেতনতামূলক প্রচারণা, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, করোনায় মৃত্যুবরণকারীদের কবর জিয়ারত ও তাদের পরিবারকে সমবেদনা জানান। তিনি করোনায় আক্রান্ত দলীয় নেতাকর্মীসহ অন্যন্য রোগীদের ফোন করে ও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/শফিক