কক্সবাজারের টেকনাফে ৫০ লিটার চোলাই মদসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আব্দুল আমিনের ঘরের খাটের নিচ থেকে ৫০ লিটার চোলাই মদসহ এক দম্পতিকে আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফ সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়া এলাকার মৃত কবিরের ছেলে আব্দুল আমিন (৪২) ও তার স্ত্রী নুর বেগম (৪৫)।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার