করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৫১ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়িতে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী
বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ। এসময় কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা ভিওপি কমান্ডার হারুনার রশীদ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই