নওগাঁর পোরশায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের ১০ বিঘা জমিতে রোপণকৃত দেড় হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার মরাকাটা এলাকায়। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কৃষক সাইফুল ইসলাম জানায়, তার বাবা মমতাজ হোসেন ১০ বিঘা জমি একক ভাবে ক্রয় করে। কিন্তু যৌথ পরিবারে থাকায় সাইফুলের চাচাও সমান ভাগে এ জমি ভোগ করে আসছিলেন। পরবর্তীতে সাইফুলের বাবা মারা যাওয়ায় জমি ভাগাভাগি হয়। এ সময় দেখা যায় দলিলপত্রে এই সম্পত্তি সাইফুলের নামে করে দিয়ে গেছেন তার বাবা। স্বাভাবিকভাবে ওই জমি সাইফুল নিজ দখলে নেন। গত তিন মাস আগে ওই ১০ বিঘা জমিতে দেড় হাজার রুপালী আম গাছ রোপণ করেন তিনি। কিন্তু এটা মেনে নিতে পারেনি তারা চাচা ও চাচাতো ভাইয়েরা। এরই শত্রুতার জের ধরে অভিযুক্তরা তার রোপণকৃত গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করেন তিনি।
পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, ঘটনাটি শুনেছি। এটা অমানবিক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা