শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপারে কিছু বিধিনিষেধ থাকায় নরসিংহপুর ঘাটে গাড়ির বাড়তি চাপ রয়েছে। তার উপর একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়ে বিকল হয়ে থাকায় ৫টি ফেরি দিয়ে কাজ চালাতে হচ্ছে।
গতকাল শুক্রবার (১৩ আগস্ট) ফেরিঘাটের ১ নম্বর পন্টুন ভেঙে যাওয়ায় ওই ঘাটে ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে ফেরিঘাটে যানজট আরও বেড়ে যায়। একই দিন সকালে একটি বাস ফেরিতে উঠতে গিয়ে আটকে যাওয়ায় ওই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে অপেক্ষারত গাড়ির সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পরেন চালক ও যাত্রীরা। এখনও ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি হরিনাথপুর চাঁদপুর-শরিয়তপুর ফেরিঘাটের ম্যানাজার আব্দুল মমিনবলেন, কাঠালবাড়ি ফেরিঘাটে সীমিত আকারে ফেরি চলাচলের কারণে হঠাৎ করেই আমাদের হরিনাথপুর চাঁদপুর-শরিয়তপুর ফেরিঘাটের গাড়ির চাপ বেড়ে গেছে। যার ফলে আমাদের ৫টি ফেরি দিয়ে পারাপার করতে হিমশিম খেতে হচ্ছ। আমরা ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এখানে ফেরি বৃদ্ধি করার জন্য। এখানে যদি ফেরি বৃদ্ধি করা হয় তাহলে ভোগান্তি অনেক কমে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত