খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ধর্মীয় মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে ভাংচুর ও লুটপাটকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে নরসিংদী জেলা ও শহর হিন্দু মহাজোটের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা হিন্দু মহাজোটের সভাপতি অজয় ভোমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা হিন্দু মহাজোটরে সাধারণ সম্পাদক অপু সাহা জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, দেশের মধ্যে এক শ্রেণির মানুষ শান্তি-শৃঙ্খরা বিনষ্ট করার পায়তারা করছে। তারা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাংচুর ও সম্পদ লুটপাট করছে। বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়াতে চাচ্ছে। এরই সূত্র ধরে খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে, হিন্দুদের দোকানপাট, বসতভিটাসহ মন্দিরে হামলা চালায়। দোষীদের চিহিৃত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন