ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী হিসেবে ৪০ জন অসহায় মানুষকে চাল, ডাল, আলু, আটা, পিয়াজ, লবণ, তেল, সাবান, চিনি ও মাস্ক ইত্যাদি প্রদান করা হয়।
শনিবার বিকাল ৪টায় পৌরসভার চরপাড়া সোনালী হর্টিকালচার নার্সারিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষানবিশ আইনজীবী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, সিনিয়র সহ-সভাপতি নকলা জালমাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ, সদস্য সঞ্জয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই