স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ শিশুদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৫ আগস্ট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় শুরুর পূর্বে আগত সকল প্রতিযোগী এবং অভিভাবকদের মধ্যে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার করে স্বাস্থ্য সুরক্ষা বিধির নিয়ম মেনে প্রতিযোগিতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন