ঝিনাইদহে মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার ঝিনাইদহের ৬টি উপজেলায় যথাযোগ্য মর্যাদাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন ও এনজিও কর্মীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। সকাল ৮টায় জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী নিয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, রাজু আহম্মেদ ও জাহাঙ্গীর আলমসহ বর্তমান সকল অঙ্গ সংগঠন ও সাবেক সদ্যসরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির