নিখোঁজের ৬ দিন পর শনিবার দুপুরে সরাইলে আরিফ (১৮) নামে এক তরুণের লাশ ভেসে উঠে সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীতে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য আরিফের লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার উপ পরিদর্শক দীপংকর বিশ্বাস।
আরিফ গত সোমবার (৯ আগষ্ট) বিকালে ছাতকের নৌ-ঘাট হতে নৌকা থেকে নিখোঁজ হয়। আরিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে। সে ওই গ্রামের পল্লী চিকিৎসক মৃত জয়নাল আবেদিনের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমি আরিফের লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।
বিডি প্রতিদিন/হিমেল