কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজছাত্র মোবারক হোসেনের (২২) লাশ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ চরটেকি তৈয়ব আলী মেম্বারের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে তার লাশ ভেসে ওঠে।
তিনি পাকুন্দিয়া উপজেলার চর পাড়াতলা গ্রামের বকুল মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
গত মঙ্গলবার দুপুর ১টার দিকে মোবারক ও তার দুই বন্ধু সম্রাট ও জাকির একটি কোষা নৌকা দিয়ে চর আলগী যাচ্ছিলেন। ব্রহ্মপুত্র নদের মাঝখানে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয় লোকজন সম্রাট ও জাকিরকে উদ্ধার করে তীরে উঠাতে পারলেও মোবারক পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তখন তারা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়েও মোবারককে উদ্ধার করতে পারেননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ