নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল-কাফির সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসান ডাবলুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শারফুল ইসলাম, আব্দুল খালেক বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, সদস্য সচিব আমিরুল ইসলাম, রিংকু, সোহাগ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন