ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের আম্বর আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৩৫) কে আটক করে পুলিশ। এসময় তার ঘরে তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযানে পৌরশহরের কুমারপাড়া এলাকা থেকে আবু লাল ভূইয়া (৫৫) কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক আবু লাল ভূইয়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত আবু সাঈদ ভূইয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আবু লাল ভূইয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আখাউড়া সীমান্ত হতে বিভিন্ন মাদক সরবরাহ করে বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। রাবেয়া খাতুন ও আবু লালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার