বগুড়ার সারিয়াকান্দিতে কেক খাওয়ানোর প্রলোভনে বাড়িতে ডেকে এনে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ধর্ষক রাশেদ মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদ মিয়া একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বখাটে রাশেদ গত বৃহস্পতিবার সকালে একই গ্রামের ওই শিশুকে কেক খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রাশেদ পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চালানো হয়। কিন্তু সবকিছু ব্যর্থ হলে রবিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ সোমবার সকালে তার বাড়ি থেকে রাশেদকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার