সিরাজগঞ্জে দুদিন স্থিতিশীল থাকার পর ফের যমুনার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আরো এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের মধ্যেই যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করবে বলে পাউবো জানিয়েছে।
এদিকে, পানি বৃদ্ধির কারণে একদিকে যেমন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অন্যদিকে যমুনার অরক্ষিত তীরে ভাঙন শুরু হয়েছে। গত ১০ দিনে চৌহালী, এনায়েতপুর, শাহজাদপুর ও কাজিপুরে ভাঙনে প্রায় শতাধিক বসতভিটাসহ ফসলি জমি বিলীন হয়ে গেছে। পানির বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
অনেকে ওয়াপদাবাঁধে ঝুপড়ি তুলে আশ্রয় নিয়েছে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন পানিবন্দী মানুষের পাশে এখনো কোনো সহায়তা পৌঁছেনি। এছাড়াও নিম্নভূমি তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের চলাচলের চরম অসুবিধা হয়েছে। কিছু কিছু জায়গায় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে বন্যা ও ভাঙনের কারণে যমুনা পাড়ের মানুষের মধ্যে নানা সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, বন্যার পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ৫ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। আজকের মধ্যেই বিপদসীমা ক্রস করবে। তবে বড় বন্যার আশঙ্কা নেই।
বিডি প্রতিদিন/এমআই